Marketing Business Idea


কেন আপনি Network Marketing Business করবেন বা করবেন না

SHOULD WE DO NETWORK MARKETING OR NOT?

​বর্তমানে Network Marketing বা MLM Business এর কথা অনেকেই শুনেছেন।

অন্ততঃ এই term গুলির সাথে অনেক মানুষ পরিচিত। অনেকে এটিকে Direct Selling Business ও বলেন।

এই ব্যবসায় যুক্ত মানুষের সংখ্যাও যেমন অনেক(কয়েক কোটি), তেমন businessটি কে ঠিক পছন্দ করেন না এমন মানুষের সংখ্যাও কম নয়।

যারা পছন্দ করেন না তাদের অধিকাংশই business টির সাথে সরাসরি যুক্ত নন।কিন্তু কিছু অভিজ্ঞতা বা শোনা কথা তাদেরকে বিমূখ করে দিয়েছে।

যারা ব্যবসাটি করেন তারা তাদের দিক থেকে সঠিক আবার যারা বিমূখ হয়েছেন তারাও হয়ত তাদের দিক থেকে ভুল নন ! 

আমি এই পছন্দ বা অপছন্দের মূল কারণগুলি এই post এর মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করেছি। আমি পক্ষে বা বিপক্ষে সবাইকে বলব এই post টি পুরোটা পড়ে দেখুন তারপর আপনি সিদ্ধান্তে আসুন কোনটি সঠিক আর কোনটি বেঠিক।

অনেকে নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করেন না তার কারণ মূলতঃ তিনটি:

১) Business এর ধরণটি একদম নতুন; শুরুতে যেকোনো জিনিসই মানুষ মেনে নিতে সময় নেন, এটা মানুষের স্বভাবিক প্রবৃত্তি।এমন ঘটনা eCommerce Business এর ক্ষেত্রেও হয়েছিল।মানুষ শুরুতে বিশ্বাস করতে চাননি যে বাড়িতে বসে অনলাইনএ জিনিসপত্র কেনাকাটি করা যায়, কিন্তু আজ তো এটি রীতিমতো রোজকার অভ্যাসে এ পরিণত হয়ে গেছে।

Amazon এর স্রষ্টা Jeff Bezos সেদিন যদি মানুষের বিশ্বাস এর সাথে চলতেন তাহলে আজ হয়ত তিনি আর পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হয়ে উঠতেন না,

২) অনেক অসাধু ব্যবসায়ী শুরুর সময়ের মানুষের সঠিক জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে অনেকরকম লোভনীয় স্কিম চালু করে মানুষকে ঠকাতে উদ্যত হয়েছেন বা এখনও আছেন ;অনেক মানুষ ঠকেও গেছেন আবার অনেকে এখনও ঠকছেন, আমি অন্য একটি post এ লিখেছি কিভাবে আপনি এই ঠগদের চিনে নেবেন এবং avoid করবেন, 

৩) কিছু মানুষ এই Business এ হয়ত সফল হননি, তারা চান না অন্যরাও সফল হন। এরকম মানুষের সংখ্যা খুব বেশী না হলেও তারাও কিন্তু অনেক সময় negative কথাবার্তা বলেন Business সম্বন্ধে, যার নেতিবাচক প্রভাব অন্য মানুষের মধ্যে পরে।


আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস সন্বন্ধে প্রকৃত তথ্য জানতে আগ্রহী থাকেন তবে আমি নিচের যে ৫ টি বিষয় উল্লেখ করছি তা একটু মনোযোগ দিয়ে পড়ুন এবং ভাবুন: 


১) নেটওয়ার্ক মার্কেটিং একটি business channel মাত্র, যার অর্থ হল এটি বিসনেস পরিচালনার একটি মডেল।

আমরা যে business model দীর্ঘদিন ধরে দেখে অভ্যস্ত তা হলো conventional model অর্থাৎ যেখানে products manufacturer থেকে super stockist, stockist, wholesaler, distributor এবং retailer এর হাত হয়ে আমাদের কাছে মানে customer এর কাছে এসে পৌঁছায়;

এছাড়াও আরও বিভিন্ন মডেল আছে যেরকম দ্বিতীয় মডেল হল Departmental Stores - যেমন আমরা দেখি Big Bazaar, Pantaloons, Reliance Stores ইত্যাদি যেখানে manufacturer এর থেকে products সরাসরি storesএ চলে আসে, তৃতীয় মডেল হল eCommerce যেমন Amazon, Flipkart , Snapdeal ইত্যাদি। 

​এরকমই আর একটি মডেল হল Network Marketing বা MLM বা Direct Selling ,যেখানে consumers ই consumers দের কাছে products পৌঁছে দেন।

২) নেটওয়ার্ক মার্কেটিং সরকার দ্বারা স্বীকৃত একটি বৈধ ব্যবসা। ভারতে 2016 সালে কেন্দ্রীয় সরকার আইন করে নির্দিষ্ট করে দিয়েছেন নেটওয়ার্ক ব্যবসা কি এবং কোন কোন কোম্পানি এই ব্যবসা করতে পারবে, আপনি যদি এমন কোন কোম্পানিকে বেছে নেন যে সরকার দ্বারা স্বীকৃত তবে আপনাকে আর ব্যবসার বৈধতা নিয়ে চিন্তা করতে হবে না।

৩) এই ব্যবসা শুরু করতে কোন পুঁজি লাগে না, অফিস লাগে না,কর্মচারী রাখতে হয় না, মাসিক খরচ প্রায় নেই বললেই হয়,এবং আপনার ব্যবসা শুরু করার প্রথম দিন থেকেই আপনি চাইলে আয় শুরু করতে পারেন। যারা নেটওয়ার্ক বিসনেস করেন তারা দাবী করেন এরূপ আর একটিও ব্যবসা নেই যেখানে এতগুলো সুবিধা উপস্থিত আছে।

৪) এই ব্যবসার মধ্যে দিয়ে আপনার Personal Development অবশ্যম্ভাবী। Communication Skill, Leadership Capacity Building ,Team Management ইত্যাদি নানা বিষয়ের উপর ট্রেনিংএর ব্যবস্থা কোম্পানি গুলো এবং তাদের senior personরা করে থাকেন যা কিনা বেশীরভাগ ক্ষেত্রেই ফ্রি থাকে, ফলে আপনি এক আধুনিক মানের ট্রেনিং পান যা priceless বলা যায়।

৫) পৃথিবীর তাবড় তাবড় বিখ্যাত ব্যক্তিরা এই বিসনেস কে শুধু যে সমর্থন করেছেন তাই নয়, বরং খুব বলিষ্ঠ ভাবে সবাইকে পরামর্শ দিয়েছেন বিসনেস টি করার জন্যে। 

Bill Gates, Warren Buffet, Tony Robbins, Jim Rohn, Brian Tracy র মতো ব্যক্তিত্বরা বলেছেন এই বিসনেস মডেল অত্যন্ত ভাল এবং সময়োপযোগী।

বিশ্ববিখ্যাত Financial Education গুরু এবং Rich Dad Poor Dad বইয়ের লেখক Robert T Kiyosaki একটি আস্ত বই লিখে ফেলেছেন  "The Business of the 21st Century" নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস এর উপরে।

এনারা কেউই  নেটওয়ার্ক মার্কেটিং এর মানুষ নন, কিন্তু এই বিসনেস এর গুরুত্ব উপলব্ধি করে এর পক্ষে তাদের সুচিন্তিত মত দিয়ে গেছেন।

তাই আমার পরামর্শ আপনি অন্য কারোর কথায় প্রভাবিত না হয়ে ( এমন কি এই পোস্ট এরও নয় ) উপরের সব কটি কারণ ( পক্ষে এবং বিপক্ষে ) কে যুক্তি দিয়ে,আপনার অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিন।  

Preronai Support
Typically replies within an hour

Preronai Support
Hi there 👋

How can I help you?
1:40
×
Chat with Us